কাজ-হারানো দরিদ্রদের মাঝে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে

- আপডেট সময় : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের কারণে কাজ-হারানো দরিদ্রদের মাঝে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
ময়মনসিংহে অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছে রেব। বিকেলে নগরীর চায়না মোড়ে অযথা ঘর থেকে বের হয়ে জরিমানা গুণতে হয়েছে অনেককে। আবার যারা সত্যিকারের অসহায়, তাদের ত্রাণ দিয়ে বাড়িতে পাঠিয়েছে রেব। রেব-১৪ এর অধিনায়ক আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে অন্যান্য বাহিনীর মতো রেবও কাজ করছে।
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ বিতরণ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্থ ৩শ’ দর্জি ও সেলুন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। এসময় করোনাকালে জেলা প্রশাসনের আয়োজনে ৩৩৩ নাম্বারে ফোন করলেই দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ারও প্রতিশ্রুতি দেয়া হয়।