কাঙ্ক্ষিত সেবা থেকে পিছিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

- আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
কাঙ্ক্ষিত সেবা থেকে অনেকটাই পিছিয়ে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জনবলের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে নতুন কিছু যন্ত্রপাতি যোগ হওয়ায় আগের তুলনায় সেবার মান বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
গাজীপুরের কালিগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি যাত্রা শুরু করে ১৯৭২ সালে। প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন গড়ে এক হাজারের বেশি রোগী।
নামমাত্র যন্ত্রপাতি ও অপর্যাপ্ত চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের।
অন্য জেলা বা উপজেলা থেকেও অধিক সংখ্যক রোগী সেবা নিতে আসায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
জনবল সংকটের সমাধান হলে সেবার মান বাড়বে বলে আশাবাদী উপজেলা স্বাস্থ্য এ কর্মকর্তা।
হাসপাতালে দ্রুত উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল সংকট নিরসনের দাবি এই উপজেলার সাধারণ মানুষের।