কাউন্সিলর ইদুকে গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও সড়ক অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিবাদে ও তাকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহরের কাচারীপাড়ায় কলেজ রোডে সড়ক অবরোধ করে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। ঘন্টাব্যাপী মানববন্ধনে অ্যাডভোকেট একেএম তৌফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন একেএম জহুরুল ইসলাম মনসুর, সারোয়ার ইসলাম শান্ত, মিজানুর রহমান মিজান। এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজী, ভূমিদস্যুতা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে ইদু ও তার সন্ত্রাসী বাহীনির সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।