কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার দুদকের নেই

- আপডেট সময় : ০৯:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার দুদকের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি বিরোধী এ সংস্থাকে হাজতখানা বানিয়ে আসামী রাখাও, তাদের কাজ নয় বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই, দেশ আজ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ৷
পুলিশ সপ্তাহে উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশের উর্ধতন পুলিশ কর্মকর্তাদের এই উপস্থিতি। এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশের কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন ও আগামীর কর্ম পরিকল্পনা সহ নানা দাবি ও সুপারিশ তুলে ধরেন উর্ধতন পুলিশ কর্মকর্তারা।
দিক নির্দেশনামূলক বক্তব্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পুলিশের ভূমিকার প্রসংশা করেন প্রধানমন্ত্রী।
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন শেখ হাসিনা।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে দুদককে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
পুলিশের উত্থাপিত প্রস্তাব, দাবি ও সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চাহিদার ভিত্তিতে পুলিশে পদায়ন ও কাঠামো সংস্কার করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।