কষ্টে চলছে নিম্নআয়ের মানুষের জীবন
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
কষ্টে আছে নিম্নআয়ের মানুষ। নিত্যপণ্যের লাগামহীন উর্দ্ধগতিতে শোচনীয় অবস্থা তাদের। আয় না বাড়লেও বেড়েই চলেছে ব্যয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ আর সব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি উঠেছে এলাকায়।
একজন শ্রমজীবী মানুষ আবুল ফজল। সপ্তাহে দুদিন কাজ থাকলেও বাকি দিন কাজ পান না। দিনে আয় করেন ৩’শ থেকে ৪’শ টাকা। চাল, ডাল, সবজি কিনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তার। একই অবস্থা দিন মজুর, রিকশা চালক, ছোট দোকানী, কুলিসহ নিম্নআয়ের মানুষের। অবস্থাও শোচনীয় মধ্যিবত্তদেরও। করোনায় চাকরি হারিয়েছেন অনেকেই, আবার কারো হাতে নেই কাজ।
প্রতিদিনের খাবার কিনতেই টাকা শেষ। সাধারণ মানুষের অভিযোগ, সিন্ডিকেট করে সব পণ্যের দাম বাড়ানো হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হচ্ছে, দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তার।
দ্রুত রেশনিং ব্যবস্থা চালুর দাবি নিম্নআয়ের সাধারণ মানুষের।

 
																			 
																		










