কলারোয়ায় মটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কলারোয়ায় রাস্তার পাশে রাখা ট্রলির সাথে ধাক্কা খেয়ে মটরসাইকেল থেকে ছিটকে পরে এক নারী নিহত হয়েছেন। তার নাম রশিদা বেগম।
সকালে কলারোয়া গোবিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, স্ত্রীকে নিয়ে মটর সাইকেলযোগে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। পথে গোবিনাথপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির পেছনে ধাক্কা খেয়ে মটরসাইকেল থেকে তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন। এসময় যশোরগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলারোয় থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।