কলারোয়ায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার দায়ে ছোট ভাই রায়হানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রাজজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এক জনাকীণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী এসএম হায়দার জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ২০২০ সালের ১৪ অক্টোবর গভীররাতে কলারোয়ার খলিশা গ্রামে ঘুমন্ত অবস্থায় একইপরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন- গৃহকর্তা শাহিনুর ইসলাম, স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসমিন সুলতান।























