কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো নেইমারের দল।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দলটিকে এবার হারাতে পারল না কলম্বিয়াও। দলের জার্সিতে যেমন জ্বলে উঠেন পিএসজি তারকা নেইমার। গোল না পেলেও জয়সূচক গোলের বলটি বানিয়ে দেন তিনি। বল দখলের লড়াইয়ে প্রায় ৬৫ ভাগ সময় এগিয়ে ছিল ব্রাজিল। ব্রাজিলের একের পর এক আক্রমণে দিশেহারা ছিল কলম্বিয়া। তবে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে অপেক্ষার অবসান ঘটান পাকুয়েতা। নেইমারের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শট করে জালের ঠিকানা খুঁজে নেন তারকা মিডফিল্ডার। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।