কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নেত্রকোণার কলমাকান্দায় চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দ করেছে বিজিবি।
ভোরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কালাপানিতে এক হাজার ৭শ’ ৫০ কেজি চা পাতা জব্দ করা হয়। নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ভোরে উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরা বিওপির হাবিলদার তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। পরে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি এলাকায় এইসব ভারতীয় চা-পাতা জব্দ করে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।