কলকাতা পুলিশের হাতে আটক হলো মানবপাচারকারী চক্রের মূলহোতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কলকাতা পুলিশের হাতে আটক হলো মানবপাচারকারী চক্রের হোতাসহ ২১ বাংলাদেশি। রোববার কলকাতার আনন্দপুর থানা সংলগ্ন গুলশান কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
পুলিশ জানায়, আটক মানবপাচারকারী চক্রের মূলহোতার নাম মফিজুর রহমান। হিউম্যান ট্রাফিকিংয়ের কেসে উত্তরপ্রদেশ পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজে রেড়াচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে গুলশান কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। পরে জানা যায়, তারা বাংলাদেশি নাগরিক। আটক মফিজুরের বিরুদ্ধে জাল পরিচয়পত্র বানিয়ে মানবপাচার করার অভিযোগ রয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে নেয়া হবে বলে জানায় পুলিশ।