কর্মহীন মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনায় কর্মহীন মানুষের মাঝে চট্টগ্রাম, ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নগদ টাকার উপহার তুলে দেন জেলা প্রশাসক।
ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের মাঝে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এদিকে চুয়াডাঙ্গার পৌর এলাকায় বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া প্রায় ৭শ’ চায়ের দোকানী, ইজিবাইক চালক, মুচি ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকে।