কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এসএ গ্রুপের ২য় দিনের মত ত্রাণ বিতরণ অব্যাহত

- আপডেট সময় : ১২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এসএ গ্রুপের ৫ দিনব্যাপী ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
আর্ত-মানবতার সেবায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়, মঙ্গলবার প্রথম দিনে ২ হাজার ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। আজ ত্রাণ দেয়া হচ্ছে দেউতি ইউনিয়নের বটখিল, নামদিয়া পাড়া, পালপাড়া, আমিরাবাদ ও দেউটি কওমী মাদ্রাসাসহ ৭টি স্থানে। ত্রাণ বিতরণের প্রথম দিনে মঙ্গলবার কড়িহাটির পাশাপাশি সাতরাপাড়া প্রাথমিক বিদ্যালয়, জয়াগ উচ্চ বিদ্যালয়, থানারহাট ঈদগা মাঠ, আমকী বাজার, নদনা ইউনিয়ন পরিষদ ও কালুয়াই দারুস সালাম মাদ্রাসা- এই সাতটি স্থানে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয় ত্রাণ কার্যক্রম। নারী-পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী গ্রহণ করেন। নিম্ন আয়ের কর্মহীন সাধারণ মানুষ ত্রাণ পেয়ে খুশি। তারা এসএ পরিবহনের কর্ণধার সালাহউদ্দিন আহমেদের জন্য প্রাণভরে দোয়া করেন। স্থানীয়রা বলছেন, করোনা দুর্যোগে এসএ গ্রুপের এই ত্রাণ কিছুটা স্বস্তি দিচ্ছে মানুষের মনে। গত দু’মাসে এই প্রথম কোন ত্রাণ পেলেন তারা। এই ত্রাণ কার্যক্রম চলবে টানা আরও তিন দিন।