কর্মবিরতি পালন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ২২১৮ বার পড়া হয়েছে
মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
হবিগঞ্জ সদর থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা। শহরের প্রধান সড়ক অবরোধ করে নানা শ্লোগান দেয় নিহত সাইফুলের সহকর্মীরা। তারা অভিযোগ করেন, হত্যাকান্ডের ১৯ দিন পার হলেও ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। পরে, আসামীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।





















