কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খননকাজ শেষ হয়েছে

- আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খননকাজ শেষ হয়েছে। আনোয়ারা প্রান্ত থেকে শুরু হওয়া এই টিউব এসে যোগ হয়েছে নগরের পতেঙ্গা প্রান্তে।পূর্ব ঘোষণা অনুযায়ী, চ্যানেলটির মুখ খুলে দেয়ার কথা রয়েছে আজ।
টানা ১০ মাস বিরতিহীন ভাবে কাজ করার পর বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় টিউবের খননকাজ শেষ হয়। এর আগে প্রথম টিউবের খননকাজ করতে সময় লেগেছিল ১৭ মাস। প্রকল্প পিডি হারুনুর রশিদ জানান, প্রথম টিউবের অভিজ্ঞতা কাজে লাগাই নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় টিউবের খননকাজ শেষ হয়েছে। তবে টানেলের ভেতরে যান চলাচলের জন্য স্লাব বসানোর কাজ এখনো বাকি আছে। আগামী জানুয়ারি থেকে স্লাব ও সড়ক তৈরীর কাজ শুরু হয়ে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানান প্রকল্প পরিচালক। এর আগে নগরীর পতেঙ্গা এলাকা থেকে প্রথম টিউবের কাজ শুরু হয় ২০১৯ সালের ২ আগস্ট। প্রথম টিউবের খননকাজ সম্পন্ন করে গেল বছরের ১২ ডিসেম্বর আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয় দ্বিতীয় টিউবের খনন কাজ।