করোরো ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের ৬শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
করোরো ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের ৬শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন-জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নিরবাহি অফিসার সহ অন্যান্য কমর্কর্তারা উপস্থি ছিলেন। আবুল খায়ের কোম্পানীর সহায়তায় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল তেল লবন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
















