করোনায় ২৪ ঘন্টায় সারাদেশে আরও ২৩৭ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সারা দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ২৩৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ১৬ হাজার ২৩০ জনের দেহে। এ নিয়ে সারাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জনে। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.১২ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ , রাজশাহী বিভাগে ২১, খুলনা বিভাগে ৩৪, বরিশাল বিভাগে ৯, সিলেট বিভাগে ১৮, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৫৭ জন ও বাসায় ১৩ মারা গেছেন।