করোনায় মৃত্যুবরণকারী ডা. মঈন উদ্দিনকে ‘বীর যোদ্ধা’ হিসেবে অভিহিত মাশরাফির

- আপডেট সময় : ০৮:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণকারী সিলেটের ডা. মঈন উদ্দিনকে ‘বীর যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ নিজের অফিসিয়াল ফেসবুক পাতায়, ডা. মঈনের ছবি পোস্ট করেন নড়াইলের সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফি। তিনি জানান, করোনা-যুদ্ধের ফ্রন্ট লাইনের এই যোদ্ধার মৃত্যু তার হৃদয় বিদীর্ণ করেছে। সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! মাশরাফি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন।’ মহৎপ্রাণ এই চিকিৎসকের প্রতি স্যালুট জানিয়ে বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বলেন, ‘মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মতো নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।