করোনায় দ্বিতীয় ধাপ মোকাবেলায় দিনাজপুরে মতবিনিয় সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
শীতে করোনা প্রকোপ বাড়বে এমন আশংকা করছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দ্বিতীয় ধাপ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসাবে দিনাজপুরের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিয় সভা হয়েছে।
সকাল ১০টায় দিনাজপুরের কাহারোল উপজেলার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতির প্রথম ধাপ মোকাবেলায় আমাদের প্রস্তুতি ভালো থাকায় আক্রান্ত ও তাদের চিকিৎসা নিশ্চিত করতে পেরেছে সংশ্লিষ্টরা। আসছে শীতে এর তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারী বেসরকারী প্রতিটি অফিসে নো মাস্ক সার্ভিস বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের মনিটরিং জোরদারের পরামর্শ দেয়া হয়।