করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১০ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ২৪৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা আট লাখ ৯৭ হাজার ৪১২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। মারা যাওয়া ২১০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, খুলনায় ৪৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১৫, বরিশালে ১০, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহের আটজন। মারা যাওয়াদের মধ্যে ১৩১ জন পুরুষ এবং ৭৯ জন নারী। এরমধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন জানান,চলতি জুলাই মাসকে অত্যন্ত কঠিন মাস বলে আখ্যায়িত করেছে স্বাস্থ্য অধিদফতর।