করোনায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে করোনায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মানুষের মাঝে নগদ অর্থ দেয়া হয়েছে।
সকালে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে এই অর্থ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম। এসময় তিনি বলেন, সরকার করোনায় ক্ষতিগ্রস্থ সকল মানুষকে পর্যায়ক্রমে সহযোগিতা দেবে। অনুষ্ঠানে প্রত্যেককে ২ হাজার ৫শ’ টাকা হারে ১৩০ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।