করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করার তাগিদ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় নতুন অর্থবছরে ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এর আগে সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।