করোনায় কুমিল্লা, মৌলভীবাজার ও ঝিনাইদহে ৪ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনায় কুমিল্লা, মৌলভীবাজার ও ঝিনাইদহে ৪ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৌলভীবাজারের বড়লেখায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গেলো রাতে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম নামে ওই ব্যক্তির মৃত্যু হয় ।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহ হাসপাতাল গত ৮দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।





















