করোনায় আক্রান্ত হয়ে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের এ ওমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে

- আপডেট সময় : ০২:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা… ডব্লিউএইচও বলছে, করোনায় আক্রান্ত হয়ে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের এ ওমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভ্যারিয়্যান্টটি সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ কর্মকর্তা ড. অ্যান্থনি ফসি।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বলছে, করোনার ডেলটার চেয়ে ওমিক্রণ মানুষ থেকে মানুষে দ্রুত ছড়ায় কি না, তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে নিশ্চিতে কারিগরি সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও। করোনাভাইরাসের টিকাসহ যে চিকিৎসাব্যবস্থা প্রচলিত রয়েছে, তা দিয়ে নতুন এ ধরনের বিরুদ্ধে লড়াই জারি রাখা যাবে কি না, সে বিষয়েও কাজ করছে বিশেষজ্ঞদের দল। সংস্থাটি বলেছে, দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এদিকে, ওয়াশিংটনে ফিরে আসা মার্কিন প্রেসিডেন্টকে রোববার বিকেলে ওমিক্রনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তাঁর করোনভাইরাস-সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা আশঙ্কা করছেন—আফ্রিকা দক্ষিণাঞ্চলে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর ওই অঞ্চল থেকে আগতদের ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করলেও নতুন ভ্যারিয়্যান্টটি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে।