করোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
 - / ১৬১৫ বার পড়া হয়েছে
 
করোনায় আক্রান্ত হয়ে ডা. শাখাওয়াত হোসেন নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ছিলেন।
সকাল ৮টায় রাজধানীর বাড্ডার এএমজেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. শাখাওয়াত হোসেন মারা যান।এ নিয়ে করোনায় দেশে ২১ চিকিৎসকরে মৃত্যু হলো। ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ জানান, হাসপাতালে একজন রোগী দেখতে গেলে তার করোনা উপসর্গ দেখা দেয়। টেস্টে পজেটিভ আসায় তিনি হাসপাতালে ভর্তি হন। নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হলে ৩ মে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
																			
																		














