করোনার সংক্রমন নিয়ে উদ্বেগের মাঝে মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরবাসী

- আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে উদ্বেগের মাঝে মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরবাসী। ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’- লক্ষ্য নিয়ে বছরব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। সিলেট থেকে আব্দুল আলিম শাহ’র প্রতিবেদন।
প্রবাসি অধ্যুসিত সিলেটে করোনার সংক্রমন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা নিয়ে আতংকিত নগরবাসি মৌসুমী মশার উপদ্রব বাড়তি শংকায় রয়েছে।
নগরজুড়ে রাস্তা প্রসস্থকরণ প্রকল্পের উন্নয়ন কাজের কারণে সাময়িক বন্ধ থাকা ড্রেন গুলোতেই মশার বংশবৃদ্ধি বেশি হচ্ছে। উৎস থেকে মশার বিস্তার রোধে সিটি করপোরেশন ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম হাতে নিয়েছে।
তবে, লোকবল সংকট হলেও বছরব্যাপি সিলেট নগরীতে পরিছন্নতা ও মশক নিধন অভিযান চলবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। আর পরিস্কার পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে আরো সচেতন হবার আহবান জানালেন মেয়র।
আতংক না ছড়িয়ে, মশার উপদ্রব থেকে বাঁচতে বাসাবাড়ির আঙ্গিনা ও ঝোপঝাড় পরিস্কার রাখা এবং কর্মীদের সহযোগিতা করার আহবান জানিয়েছেন সিসিক মেয়র।