করোনার মধ্যেও যুবলীগের সমাবেশ, বাধা না দেয়ায় ওসি প্রত্যাহার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনার মধ্যেও যুবলীগের জনসমাবেশে বাধা না দেয়ায়, দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম নিষিদ্ধের আদেশ উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মানববন্ধন ও সমাবেশ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগ। আর এ সমাবেশ করতে বাধা না দিয়ে উল্টো পাহারা দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন বেলকুচি ওসি আনোয়ারুল ইসলাম। এ অবস্থায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে যুবলীগ।