করোনার প্রভাবে খাদ্য শংকটে মানুষসহ জীবজন্তু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাবে থমকে আছে বাংলাদেশ। খাদ্য শংকটে মানুষসহ জীবজন্তু। মানুষের জন্য মানুষ এগিয়ে এলেও চরম খাদ্য শংকটে কুকুররা।
জেলার হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় দিনাজপুর শহরে প্রায় কয়েক হাজার কুকুর অভুক্ত রয়েছে।তাদের একমাত্র অবলম্বন শহরের হোটেল রেস্টুরেন্টগুলো।হোটেলের পরিশিষ্ট বেচে যাওয়া ও নষ্ট হয়ে যাওয়া খাবারগুলি দিয়েই তারা বেছে থাকে।কিন্তু হোটেলগুলি বন্ধ থাকায় তারা খাবার পাচ্ছেনা।সারাদিন শহরময় ঘোরাফেরা করলেও একমুঠো খাবার জুটেনা। এই অনাহারি কুকুরদের খাবারের ব্যবস্থা করেন বিশিষ্ট সমাজসেবক মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজীর ব্যবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী। অপরদিকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় এই অভুক্ত কুকুরদের পাশে দাড়িয়েছেন স্বচ্ছল ও বৃত্তবান বৃক্তিরা।