করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তেমন প্রস্ততি নেই উত্তরের জেলা গাইবান্ধায়
- আপডেট সময় : ০১:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
জীবনসংহারী হয়ে ওঠা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তেমন প্রস্ততি নেই উত্তরের জেলা গাইবান্ধায়। সামাজিক দূরত্বের বালাই নেই, মাস্ক ব্যবহারেও সচেতন নয় সাধারণ মানুষ। কারো থুতনি আবারো কানে দুলছে মাস্ক। তবে করোনা মোকাবিলায় নানা পদক্ষেপের কথা জানান সিভিল সার্জন।
গাইবান্ধায় শীত আসার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ। নো মাস্ক নো সার্ভিস চালু হলেও খুব একটা স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ । শহরের মার্কেট ,পৌর পার্ক, রেল ষ্টেশন, হাসপাতাল, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সামাজিক দুরত্ব রক্ষা করা হচ্ছে না ।
জনসচেতনতা বাড়াতে আইনের কঠোর প্রয়োগের দরকার বলে মনে করেন সুশীল সমাজের নেতারা। এদিকে করোনা মেকাবেলায় বিভিন্ন উদ্দ্যোগের কথা জানালেন জেলার সিভিল সার্জন। রংপুর বিভাগের প্রথম গাইবান্ধা করোনা রোগীর সন্ধান মেলে। এ পযর্ন্ত জেলায় প্রায় ১ হাজার ৩শ’ করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে, মারা গেছেন ১৪ জন।


















