করোনার টিকা নেয়ায় দেশে মৃত্যুর হার কমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
করোনার টিকা নেয়ায় দেশে মৃত্যুর হার কমেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া বুস্টার ডোজের বয়সসীমা ৪০ এর কোঠায় নামিয়ে আনা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের সংক্রমণ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় জাহিদ মালেক বলেন, দেশে এ সময়ে সংক্রমণ বেড়েছে ২০ গুণ। মৃত্যু হার ৪ শতাংশ বেড়ে গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ১২ বছর বয়সী বা তার উপরে যে কেউ টিকা দিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ভাসমান মানুষের জন্য জনসনের একডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


















