করোনার কারণে হচ্ছে না বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনার কারণে এ বছর হচ্ছে না বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ। মার্চ থেকে ম্যাচ পিছিয়ে অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা থাকলেও, পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন্স–এএফসি।
বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনেকে খেলোয়াড় যেমন এসব দেশে খেলতে রাজি নয়, ঠিক তেমনি ম্যাচ আয়োজনেও আপত্তি ছিলো অনেক দেশের। তাই ২০২১ সালে পুনরায় ম্যাচগুলো হবে বলে জানিয়েছে সংস্থাটি। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে হোম এবং কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে এরই মধ্যে ক্যাম্পও শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন–বাফুফে।