করোনার এই পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার : মোহাম্মদ আবদুল হামিদ
- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, করোনার এই পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া অসচ্ছল ও অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এর আগে বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শুক্রবার সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে দেয়া ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ দিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়।
করোনায় এখন দেশের মানুষের জীবন-জীবিকাও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে উল্লেখ করে চিকিৎসার পাশাপাশি বিপন্ন মানুষের সহায়তায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান রাষ্ট্রপ্রধান।
সমাজের অস্বচ্ছল মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারেও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।























