করোনাভাইরাসের মোকাবিলায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পাশে দাঁড়ালেন খেলোয়াড়রা

- আপডেট সময় : ১১:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের মোকাবিলায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পাশে দাঁড়ালেন খেলোয়াড়রা। বেতনের ১২ শতাংশ কেটে নেয়ার পক্ষে মত দিয়েছেন রোনালদো-দিবালারা। করোনার প্রভাবে ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের।
করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় দেশে স্থগিত হয়েছে ফুটবল। বন্ধ ইউরোপের শীর্ষ পাঁচ লিগও। মাঠে খেলা না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। সেই আর্থিক ক্ষতির কিছু অংশ পুষিয়ে নিতে ইউরোপের কিছু ক্লাব হাঁটছে খেলোয়াড়দের বেতনের কিছু অংশ কেটে নেয়ার পথে। বার্সেলোনার মতো বিশ্বের অন্যতম ধনী ক্লাবও আছে সেই তালিকার প্রথম সারিতে। এবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও অবলম্বন করেছেন এই পদ্ধতি। বেতনের ১২ শতাংশ দিতে রাজি হয়েছেন রোনালদোসহ জুভেন্টাসের পুরো স্কোয়াডের খেলোয়াড়রা। রোনালদো তার বাৎসরিক আয় ৩১ মিলিয়ন ইউরো বেতনের ৩.৮ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা। ইতালির ক্রীড়া মাধ্যম তুত্তোস্পোর্ট জানিয়েছে, অধিনায়ক গিয়র্গিও চিয়েলিনি ও পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে এক বৈঠকে বসে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।