করোনাভাইরাসের বিস্তাররোধে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের বিস্তাররোধে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষা আপাতত স্থগিত করা হলেও এপ্রিলের প্রথম দিকে পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে। শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের নিয়ে সভা করে পরীক্ষা পেছানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয়। রোববার মন্ত্রণালয়ে সে প্রস্তাব পাঠালে তার ভিত্তিতে এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক স্থগিত হয়েছে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র চলমান বিতরণ কার্যক্রম স্থগিত করেছে সব শিক্ষা বোর্ড। এ-সংক্রান্ত নির্দেশনা শনিবার বোর্ডগুলোর ওয়েবসাইটে দেয়া হয়েছে।










