করোনাভাইরাসে আক্রান্ত অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । তার মৃত্যুতে গভীর শোক এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ইদ্রিসুর রহমানের জুনিয়র আইনজীবী জানান, আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।