করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার পরও ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার পরও ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে সর্বমোট মারা গেলো ৩৬৬ জন। আর ইতালির সেনাপ্রধানসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৫ জনে।
সবশেষ তথ্য অনুযায়ি, বিশ্বের ১০০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৮২৮ জন। চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে দেশটিতে মারা গেলো ৩ হাজার ১১৯ জন। আর সংক্রমিত হয়েছে ৮০ হাজার ৭৩৫ জন। এদিকে, চীন ও ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনায় একদিনে ৪৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে। এছাড়া যুক্তরাষ্ট্রে ২১ জন, ফ্রান্সে ১৯ ও স্পেনে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯৬ জন। এরমধ্যে ৬১ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছে। এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। স্থানীয় সময় সোমবার থেকে এই নির্দেশনা কার্যকরের কথা বলা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।