করোনাকালেও দুর্গন্ধযুক্ত ও ময়লা পানি সরবরাহ করছে গাইবান্ধা পৌরসভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
করোনাকালেও দুর্গন্ধযুক্ত ও ময়লা পানি সরবরাহ করছে গাইবান্ধা পৌরসভা। আর সেই পানি পান করে অসুস্থ্য হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পানির চাপ কম থাকা ও সঠিক সময়ে সরবরাহ না করায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। রাস্তা সম্প্রসারণের ফলে এরকম হচ্ছে বলে জানান, পৌর মেয়র।
লাইন বাড়লেও গাইবান্ধা পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরবরাহ করা হচ্ছে দুর্গন্ধ ও ময়লা পানি। সময়মতো পানি না পাওয়া ও চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছে গ্রাহক। বেশ কিছু দিন ধরে সমস্যা প্রকট আকার ধারন করেছে। একাধিকবার অভিযোগ করেও সমাধান পায়নি পৌরবাসী।
শহরে রাস্তা সম্প্রসারণের কাজ চলায় সমস্যা হচ্ছে বলে জানান, পৌর মেয়র। দ্রুত বিশুদ্ধ পানি সুষ্ঠুভাবে সরবরাহের দাবি জানিয়েছে, সাধারণ গ্রাহকরা।





















