করোনা সংক্রমন রোধে সবার মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে অভিযান
- আপডেট সময় : ০৮:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে করোনা সংক্রমন রোধে সবার মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে অভিযান চালিয়েছে রেব ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় মাস্কবিহীন পথচারীদের সচেতনতার পাশাপাশি জরিমানা করেন রেবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু। আর মাস্ক পরা নিয়ে বিভিন্ন অযুহাত তুলে ধরে ভুল স্বীকার করেন পথচারীরা। করোনাকালিন সবাইকে মাস্কের আওতায় আনতে আইন শৃঙ্খলাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু।
জনসচেতনতা না থাকায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এভাবেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন এক শ্রেণীর মানুষ।
শীতকে সামনে রেখে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমন ও মৃতের সংখ্যা বাড়লেও–সচেতন নয়, রাজধানীর কিছু মানুষ।
মাস্ক না পরার যুক্তিও তুলে ধরেন কেউ কেউ।
করোনা সংক্রমণ মোকাবিলায় রাজধানীরতে মাস্ক পরা নিশ্চিতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় অসহায় ও দুস্থ:দের মাঝে মাস্ক পরিয়ে সচেতন করেন রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশপাশি কয়েকজনকে জরিমানাও করা হয়।
সবার জন্য মাস্ক পরা নিশ্চিতে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রেবের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
করোনার মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে পথচারীদের আহ্বান জানান রেব কর্মকর্তারা



















