করোনা সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে সারাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে আজ থেকে
- আপডেট সময় : ০১:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে সারাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে আজ থেকে। ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আগামী ৭দিন গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট এবং হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। করোনার উর্ধ্বগতির পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে লকডাউন দেয়া হয়েছে। লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে, নোয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ ভাগ। গত বছরের ২৬ মার্চ থেকে শুরু করে ৬৬ দিনের ‘সাধারণ ছুটি’ ছিল সারা দেশে। এ সময়ে জরুরি ছাড়া সব যানবাহন বন্ধ ছিল। আর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
















