করোনায় মাস্ক পরার অভ্যাস গড়তে দেশের বিভিন্ন এলাকায় অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরতে বাধ্য করতে আজও চট্টগ্রামের ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বিশেষ টিম।
সকালে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি টিম অভিযানে নামে নগরজুড়ে। তিন পোলের মাথা, রেল স্টেশন এলাকা, রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করা অন্তত শতাধিক মানুষকে জরিমানা করা হয়।
ময়মনসিংহে করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে একযোগে ৩০ হাজার পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান।