করোনা সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা লকডাউন

- আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
দু’জন রোগী শনাক্ত হওয়ায় সুনামগঞ্জে জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। রোববার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়। এতে সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘর থেকে বের হলেই দেয়া হচ্ছে জেল জরিমানা। দুপুরে পৌরসভার ঘোলঘর পয়েন্টে কিছু মানুষ অকারণে ঘোরাফেরা করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা কয়েকজনকে আর্থিক জরিমানা করেন।
দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা শেষে সম্পূর্ণ জেলাকে বিকাল ৫টা থেকে লকডাউন ঘোষণা করা হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়কে সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে।