করোনা সংকটে কমর্হীন অসহায় পরিবারের পাশে ‘ওলসা’

- আপডেট সময় : ০৭:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
মহামারী করোনা ভাইরাস সংকটে কমর্হীন অসহায় প্রায় দেড়’শ পরিবারের মাঝে মাসিক ৩ হাজার টাকা করে অনুদানের পাশাপাশি ১৫’শ পরিবারকে খাদ্য সামগ্রি পৌছে দিয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকার প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন-ওলসা ।
কর্মসূচির ধারাবাহিকতায় দুপুরে দেশের প্রথম সারির করোনাযোদ্ধা পুলিশ বাহিনীর সাথে ঈদ উপলক্ষে একবেলা খাবার ও ঈদ কার্ড এবং ফুল বিতরন করে ওলসার একটি প্রতিনিধি দল। কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আযম সিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধি দল ধানমন্ডি মডেল থানায় ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফির হাতে ফুল ও ঈদ কার্ড দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সরকারের পাশাপাশি ওলসা থাকবে বলে জানান তারা। জাতির এই ক্রান্তিকালে সুরক্ষার পাশাপাশি করোনাজয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ওলসার নেতৃবৃন্দ।