করোনা শনাক্ত এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকা প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউন

- আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
করোনার রোগী শনাক্ত হওয়া এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকা লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অতি জরুরি কারণ ছাড়া ঢাকার আসা-যাওয়া এবং পিপিই ও মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া প্রতিটি গার্মেন্ট কারখানা বন্ধের নির্দেশ দেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গণভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। করোনা পরিস্থিতিতে কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে অংশ নেন। এতে করোনা মোকাবিলায় বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে বলেন, যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে, সেসব ও তার পার্শ্ববর্তী এলাকা পুরোপুরি লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে তিনি জানান, জনগণের অংশগ্রহন ছাড়া এই মহামারি মোকাবিলা কোনভাবেই সম্ভব নয়। লাইলাতুল বরাত ও মসজিদে নামাজ পড়ার বিষয়েও বেশ কিছু নির্দেশানার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ।
জরুরী সার্ভিস ছাড়া পবিত্র রমজান মাসে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ছয় ঘণ্টা হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।