করোনা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এবার কাতার গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান এবং ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার।
মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার করা হয়। তারপরই জানা যায় দু’জনের করোনা পজিটিভ হওয়ার খবর। এর আগে, ঘরের মাঠে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সিরিজ চলাকালে করোনা আক্রান্ত হয়েছিলেন হেড কোচ জেমি ডে। শুধু কোচই নয়, করোনা পজিটিভ হওয়ায় কাতার যাত্রায় দলের সঙ্গী হতে পারেননি ডিফেন্ডার মনজুরুল রহমান। এদিকে, কাতারে তিন দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলনে নামবে জামাল ভূঁইয়ারা। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।