করোনা যুদ্ধে হারবে না বাংলাদেশঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০২:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, করোনা যুদ্ধে হারবে না বাংলাদেশ। মানুষের আস্থা ও বিশ্বাস থাকলে এ যুদ্ধে জয় নিশ্চিত। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনাকালে মানুষের সেবা দেয়া সহজ হয়েছে। এসএসএফ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয় এবং উন্নয়নের ধারাবাহিকতা করোনা সংকটে স্থবির হয়ে গেছে। তাই সংকটেও অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার পরামর্শ তাঁর।
স্পেশাল সিকিউরিটি ফোর্স– এসএসএফের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আয়োজন। করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর সদস্যদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্বাগত বক্তব্য রাখেন এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান। করোনা দুর্গতদের সহায়তায় তিনি এসএসএফ সদস্যদের একদিনের বেতনের অর্থের চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই বৈশ্বিক মহাদুর্যোগেও ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে জনগণ।সরকারের টানা ৩ মেয়াদে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নেয়া অসংখ্য পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, করোনার নেতিবাচক প্রভাবে মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই সব চেষ্টা চালাচ্ছে সরকার। সরকারের টানা ৩ মেয়াদে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নেয়া অসংখ্য পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, করোনার নেতিবাচক প্রভাবে মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই সব চেষ্টা চালাচ্ছে সরকার।
সাম্প্রতিক বাস্তবতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জীবনযাত্রা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে হবে।এসএসএফের মতো বিশেষ নিরাপত্তা বাহিনীকে আরো আধুনিক ও সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।