করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ প্রসংশিত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ প্রসংশিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দুপুরে ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়া শেখ রাছেল স্টেডিয়ামে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা। এসময় হানিফ হেফাজত প্রসঙ্গে বলেন, মামুনুল কাণ্ডের পরে আইনশৃংখা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির অভিযোগ পাওয়া যায়।