করোনা মহামারীর সাথে যুদ্ধে হাত গুটিয়ে বসে থাকা যাবে না: শিল্পমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনা মহামারীর সাথে যুদ্ধে হাত গুটিয়ে বসে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
দুপুরে নরসিংদী মনোহরদীতে মন্ত্রীর বাগানবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিপক্ষ শক্তি বুলিতে আছে তারা মাঠে নেই। তারা মানুষের পাশে নেই, তারা সুবিধাবাদী শ্রেণি, তারা মানুষের পাশে আসে না । অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও মনোহরদী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা।