করোনা মহামারিতে জীবনের পালাবদলে, রঙিন স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে

- আপডেট সময় : ০১:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
যে শিক্ষকরা ছিলেন মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের অনেকে বাধ্য হয়ে আজ পেশা ছেড়ে চা-বিক্রেতা, কেউবা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, কেউবা খাবার ডেলিভারী ম্যান। করোনা মহামারিতে জীবনের এমন পালাবদলে, রঙিন স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বলছি, করোনাকালে বন্ধ কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের পেশা বদলের কথা।
জাহিদ হাসান। ছোট বেলা থেকে স্বপ্ন দেখতেন একজন আদর্শবান শিক্ষক হওয়ার। সেই থেকে রাজধানীর সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক শেষ করে শিক্ষকতা শুরু করেন প্রোগ্রেস পিপারেটোরি স্কুলে।
সব কিছু ঠিক ঠাক চলছিল, হঠাৎ করোনার সর্বনাশা থাবায় ছন্দ পতন। বন্ধ হয়ে যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্ডারর্গাটেন স্কুলও। এতে করে বিপাকে পড়েন জাহিদের মত হাজারো শিক্ষক। সংসার চালাতে শিক্ষকতা ছেড়ে যুক্ত হন ফুডপান্ডার ডেলীভারী ম্যান হিসেবে।
জাহিদ আরো বলেন, স্কুলের সেই প্রিয় আঙ্গিনা এখনো তাকে আকৃষ্ট করে। তাই আবারো ফিরে যেতে চান সেই প্রিয় কর্মস্থলে। একিই অবস্থা কামাল নামে আরেক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। পেশা বদল করে এখন ফুটপাতে বিক্রি করছেন ইলেক্ট্রনিক্স সামগ্রী।
এদিকে, মায়ের শাড়ী বিক্রি করে এইচএসসির ফরম ফিলআপ করে পরীক্ষায় বসা সারোয়ার শরীফ গ্রাজুয়েশন সম্পন্ন করে হয়েছেন গণিতের শিক্ষক। প্রতিষ্ঠা করেছিলেন সানজিদা কিন্ডারগার্টেন নামে একটি স্কুল। করোনায় শিক্ষতা পেশা ছেড়ে এখন চা বিক্রেতা তিনি। আক্ষেপ করে বলেন, জীবনের এমন নির্মম পরিহাসে কেউ খোঁজখবরও রাখেন না।