করোনা ভাইরাসের প্রভাবে ঢাকা-আরিচা মহাসড়ক যানবাহন প্রায় শূন্য হয়ে পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে ঢাকা-আরিচা মহাসড়ক যানবাহন শূন্য হয়ে পড়েছে।
করোনার প্রভাবে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। প্রতিদিন এ মহাসড়কে গড়ে প্রায় ৯ হাজার বাস-মিনিবাস চলাচল করে। এখন তা প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। বিভিন্ন পণ্যবাহী ও প্রাইভেট গাড়ি চলাচল করলেও অভ্যন্তরীণ সড়কে যাত্রাবাহী পরিবহনের সংখ্যা কমে গেছে। বেশিরভাগ মানুষ প্রয়োজন ছাড়া জেলার বাইরে যাচ্ছেন না।
সেই সাথে জনসমাগমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের মধ্যে আতঙ্কের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটা অস্বাভাবিক হওয়ার ফলে শহরসহ গ্রামে মানুষজনের চলাচল কমে গেছে। যানবাহনও চলছে সীমিত আকারে।




















