করোনা ভাইরাসের এ দুর্যোগের মাঝেও সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের এ দুর্যোগের মাঝেও সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানুষকে দেখাতে চায় তারা কৃষকের সাথে আছে। এজন্যই সরকারের এমপি-মন্ত্রীরা লোক দেখাতে এখন পাকা ধানের বদলে কাঁচা ধানও কেটে ফেলছে। এভাবে মানবসেবা হয় না বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘বিএনপি সরকারে না থাকার পরও সামর্থ্য অনুযায়ী গরিব-অসহায়কে সহায়তা করে যাচ্ছে। দেশে চলমান নীরব দুর্ভিক্ষ পরিস্থিতিতে সরকারকে লোক-দেখানো কর্মকাণ্ড বাদ দিয়ে গরিব অসহায় মানুষকে চাহিদা অনুযায়ী সহায়তা দেবার আহ্বান জানান রিজভী।