করোনা ভাইরাসের আক্রমন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে স্বাস্থ্য বিভাগ
- আপডেট সময় : ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের আক্রমন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিমান, নৌ ও স্থল বন্দরগুলোতে স্ক্রিনিং-এর পাশাপাশি নেয়া হয়েছে বিশেষ পরীক্ষা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আপাতত চীনে যাতায়াত নিরুৎসাহীত করা হচ্ছে। আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দেশে নভেল করোনা ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও, আতঙ্কিত হয়ে দেশে ফিরে আসাদের মাধ্যমে ভাইরাসের প্রবেশ ঠেকাতে বিমান বন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।
নভেল করোনা ভাইরাস। বর্তমান বিশ্বে সবচে বড় আতঙ্কের নাম। এই ভাইরাসের বিস্তার চীনে বেশি হলেও ভারত এবং নেপালেও দু’এক জায়গায় ধরা পড়ছে। যারা এরইমধ্যে করোনা ভাইরাসের আতঙ্কে চীন থেকে দেশে ফিরছেন, বিমান বন্দরে তাদের স্ক্রিনিংসহ নানা পরীক্ষার মধ্যে রাখা হচ্ছে বলে জানান হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।
এরই মধ্যে চীনে যাতায়াতকে বিশেষভাবে নিরুৎসাহিত করছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগতত্ত্ব ইনস্টিটিউটের পরিচালক জানান, এই ভাইরাস যাতে কোনভাবেই বাংলাদেশে আক্রমন করতে না পারে তার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা।




















